
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ আর্তমানবতার স্থানীয় সংগঠন “মানবতার সেবক রেমিটেন্স যোদ্ধা ফাউন্ডেশনের” আয়োজনে মণিরামপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ও উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার মান উন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মণিরামপুর খামারবাড়ি বিদ্যালয় মাঠে বেলুনস্বারক উড়িয়ে আয়োজিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড. শহীদ মোঃ ইকবাল হোসেন।
মনিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র সদস্য মোঃ মুসা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান মোঃ আক্তার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান, সহ-সভাপতি এড মোঃ মকবুল ইসলাম, সহ-সভাপতি এ্যাডঃ মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ শামসুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক,উপজেলা যুবনেতা মোঃ রহিম গাজী সহ ইউনিয়ন বিএনপি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আর্তমানবতার স্থানীয় সংগঠন “মানবতার সেবক রেমিটেন্স যোদ্ধা ফাউন্ডেশনের” সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম খানের সার্বিক তত্বাবধানে ৬ই জুলাই থেকে শুরু হওয়া ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কেশবপুর ফুটবল একাদশকে ০-১ গোলের ব্যবধানে পরাজিত করে খেদাপাড়া ফুটবল একাদশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোমবার) ৭জুলাই ২য় খেলায় নির্ধারিত ৯০ মিনিটে শেষ খবর ৩-৩ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে ঝিকরগাছা ফুটবল একাদশকে ৩-৪ ব্যাবধানে পরাজিত করে বাঘারপাড়া ফুটবল একাদশ।