নিজস্ব প্রতিনিধিঃমাদক ছেড়ে খেলতে চল এই স্লোগান কে সামনে রেখে মনিরামপুর উপজেলার ০১ নং রোহিতা ইউনিয়নের স্বরনপুর গ্রামে রাত্রিকালীন ক্রিকেট টূর্ণামেন্ট এর আয়োজন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে উদ্ভোদন করেন মনিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য জনাব জাহাঙ্গীর আলম। মনিরামপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্ভোদক সাইদুল ইসলাম বলেন “গ্রাম অঞ্চলের যুব সমাজ মাদক ও মোবাইল গেম এর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আমি মনে করি এই যুব সমাজকে এসব খারাপ কাজ থেকে দুরে রাখতে খেলাধূলা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের বিকল্প নেই। আমরা চেষ্টা করছি বিভিন্ন এলাকায় সহযোগিতা করে এসব খেলাধূলা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করার”।
স্থানীয় জনগণ বলেন আমরা এমন ধরনের আয়োজন বিগত দিনে তেমন করতে পারিনি বিভিন্ন ভাবে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে বিএনপি নেতা সিদ্দিক ও সাইদুল এর সহযোগীতায় আমরা এসব আয়োজন করতে পারছি।

