নিজস্ব প্রতিবেদকঃ যশোরের কাজীপুরে শেষ হলো দুই দিনব্যাপী নাইট ফুটবল টুর্নামেন্ট। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যেই আয়োজন করা হয় এ টুর্নামেন্টের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজীপুর স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোঃ রুহান, খেলোয়াড় মোঃ আমিনুর রহমান, মোঃ নাসিম, মোঃ স্বাধীন, মোঃ সাব্বির, মোঃ রুহুল আমিনসহ ক্লাবের সকল সদস্য।
অনুষ্ঠানে অধিনায়ক মোঃ রুহান বলেন, “আমরা মাদককে না বলি, ফুটবল খেলতে মাঠে আসি।”
তিনি আরও বলেন, “বর্তমানে অনেক তরুণ অনলাইন জুয়া ও মাদকে আসক্ত হচ্ছে। তাই আমরা চেষ্টা করছি খেলাধুলার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে এবং মাদক থেকে দূরে রাখতে।”
দুই দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টের সেমিফাইনালে শক্তিশালী কাজীপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শংকরপুর স্পোর্টিং ক্লাব ফাইনালে উঠে। অপরদিকে চাঁচড়া গোল্ডেন বয়েজকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পলাশী স্পোর্টিং ক্লাব।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় শক্তিশালী দুই দল — শংকরপুর স্পোর্টিং ক্লাব বনাম পলাশী স্পোর্টিং ক্লাব। উত্তেজনাপূর্ণ খেলায় পলাশী স্পোর্টিং ক্লাব ১–০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আমিনুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন মোঃ আশিকুর ইসলাম স্বাধীন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ নাসিম ও রুহুল আমিন।

