
নিজস্ব প্রতিবেদকঃ যশোরে হাফসা (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আ/ত্ম/হ/ত্যা করেছে। মোবাইল ফোন দেখতে নিষেধ করায় বাবা মায়ের উপর অভিমান করে আ/ত্ম/হ/ত্যা করেছে ওই শিক্ষার্থী। আজ রোববার ৫টার দিকে সদর উপজেলার বিরামপুর ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃ/ত হাফসা ওই এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। আজ বিকেলে নিজ ঘরে মোবাইল ফোন ভিডিও দেখছিলো। তার বাবা মা মোবাইল দেখতে নিষেধ করে এবং বকা দেয়। এতে অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আ/ত্ম/হ/ত্যা করে।