
নিজস্ব প্রতিনিধিঃ পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Project Color Harvest এর উদ্যোগে যশোর জেলা স্কুলে আয়োজন করা হয় অনন্য এক কর্মসূচি“প্লাস্টিকের বিনিময়ে গাছ”।
এই কর্মসূচিতে যশোর জেলা স্কুলের ৬ষ্ঠ শ্রেণির প্রায় ৮০ জন শিক্ষার্থী তাদের ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী জমা দিয়ে বিনিময়ে পেয়েছে সবুজ গাছের চারা 🌱। আয়োজকরা জানান, এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন বলেন—
“শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়া মানে শুধু একটি চারা দেওয়া নয়, বরং তাদের মনে ভবিষ্যতের জন্য দায়িত্ববোধ জাগিয়ে তোলা। এই উদ্যোগ আমাদের আগামী প্রজন্মকে প্লাস্টিকমুক্ত ও সবুজ পৃথিবীর স্বপ্ন দেখাবে।”
এছাড়াও দিবা শিফটের সহকারী প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দীন বলেন—
“এমন কার্যক্রম শিক্ষার্থীদের শুধু পরিবেশ সচেতন করবে না, বরং তাদেরকে বাস্তবে কার্যকর ভূমিকা রাখার অনুপ্রেরণাও জোগাবে। আমাদের স্কুলে এমন উদ্যোগকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।”
Project Color Harvest টিমের সদস্যরা জানান, এ ধরনের প্রোগ্রাম দেশের অন্যান্য স্কুলেও বিস্তৃত করা হবে। তাদের বিশ্বাস, ছোট ছোট পরিবর্তনের মাধ্যমেই গড়ে তোলা সম্ভব একটি টেকসই ও সবুজ বাংলাদেশ।