
নিজস্ব প্রতিবেদকঃ
মনিরামপুর উপজেলার পুলেরহাট-রাজগঞ্জ রোডের পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি একটি যাত্রী ছাওনি তৈরী করা হয়। ছাত্র-ছাত্রী, শিক্ষক ও জনসাধারণের কথা বিবেচনা করে তৈরী করা হয় যাত্রী ছাওনিটি। বর্তমানে যাত্রী ছাওনিটির অবস্থা বেহাল। সামান্য বৃষ্টি হলেও কেউ আশ্রয় নিতে পারে না।
স্থানীয়রা বলেন এই বৃষ্টির সময় হটাৎ বৃষ্টি নামলে অনেকে আশ্রয় গ্রহণ করতে পারত কিন্তু যাত্রী ছাওনিটি ভেঙে যাওয়ায় সেখানে কেউ আশ্রয় নেয় না। যদি যাত্রী ছাওনিটি মেরামত করা যায়ল তাহলে অনেক সুবিধা হবে।
০১ নং রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব জনাব কৃষ্ণ গোপাল মুখার্জি বলেন আমি ইউনিয়ন পরিষদের মাধ্যমে খুব শীঘ্রই এই যাত্রী ছাওনিটি মেরামত করে দেব।