
নিজস্ব প্রতিবেদকঃ যশোরের অভয়নগরে বালুতে পুঁতে ও অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বহিষ্কৃত এক বিএনপি নেতা ও স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযোগ গ্রহণ না করায় সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর স্ত্রী।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম শাহনেওয়াজ কবীর টিপু। তিনি নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলে জানা গেছে।
অভিযুক্তরা হচ্ছে, নওয়াপাড়া পৌর বিএনপির সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন।
ঘটনার বিচার চেয়ে গত ৩১ জুলাই অভয়নগরের রাজঘাট সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন ব্যবসায়ীর টিপুর স্ত্রী আসমা খাতুন। তার অভিযোগ, ৩০ জুলাই তিনি অভয়নগর থানাতেও গিয়েছিলেন। কিন্তু পুলিশ তার অভিযোগ গ্রহণ করেনি।
আসমা খাতুন জানান, গত বছরের ২ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে তার স্বামীকে নওয়াপাড়া পৌর বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে যায় সৈকত হোসেন হিরা নামের এক ব্যক্তি। সেখানে আসাদুজ্জামান জনি তার স্বামী শাহনেওয়াজ টিপুকে মারধর করেন এবং অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা দাবি করেন।
এরপর তিনি সাউথ বাংলা ব্যাংক থেকে আসাদুজ্জামান জনির প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে দুই কোটি টাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস করেন। টাকা পাওয়ার পর তার স্বামীকে ছেড়ে দেওয়া হয়।