
নিজস্ব প্রতিনিধিঃপাহাড়ে সহিংসতা, ধর্ষণ, অগ্নিসংযোগের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট যশোর প্রতিবাদ সমাবেশ করে।
আজ সোমবার ( ২৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় যশোর প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ করে।
সিপিবির জেলা সাধারণ সম্পাদক কমরেড আবু হাসানের সভাপতিত্বে ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা তসলিম উর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু, সিপিবির জেলা সহ সাধারণ সম্পাদক কমরেড আমিনুর রহমান হিরু, বাসদের জেলা নেতা কমরেড আলাউদ্দিন, সাংস্কৃতিক সংগঠক নওরোজ আলম খান চপল, রিয়াদুল রহমান, জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতা রাশেদ খান প্রমুখ।