
মণিরামপুর প্রতিনিধিঃ জমে থাকা পানি পরিষ্কার করে সকলকে বাঁচান,এডিস মশার বংশবিস্তার রোধ করুন- এই প্রতিপাদ্যকে বাস্তবায়নে জনগণকে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বংশবিস্তার রোধকল্পে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না পাঁচটি বিশেষ নির্দেশনা পালনের আহবান জানিয়েছেন।
পাঁচ নির্দেশনা ১.বালতি উল্টিয়ে রাখুন ২.বদ্ধ পানি দৈনিক পরিবর্তন করুন ৩.টবে বা কৌটায় পানি জমতে দিবেন না ৪.টবের মাটি আলগা করে দিন ৫.বাড়ির ছাদে পানি জমতে দিবেন না।
সম্প্রতি মণিরামপুর পৌরসভা ও উপজেলা ব্যাপী মশার উপদ্রব বেড়ে যাওয়াতে হঠাৎ এই জনকল্যানমূখী সচেতনতা মূলক এই পাচ নির্দেশনা দিয়ে মাইকিং ও মণিরামপুর পৌরশহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে শোভা পাচ্ছে রং বে-রংয়ের ফেস্টুন।
সচেতনতা অবলম্বন করে ডেঙ্গুর প্রতিরোধ করতে পারলে সকলের জন্য ভালো হবে!এছাড়াও পৌরশহরের আশপাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান,মার্কেট, ডোবায় মশক নিধনের জন্য স্প্রে অভিযান চলমান থাকবে বলে জানান মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।