
নিজস্ব প্রতিবেদকঃ
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবলুর রহমান খান এর নের্তৃত্বে মণিরামপুর থানা পুলিশ ও খেদাপাড়া পুলিশ ক্যাম্প কর্তৃক ইং-০৭/০৮/২০২৫ তারিখ মনিরামপুর থানা এলাকায় এসআই/অরুপ কুমার বসু, এসআই খান শাহাবুর রহমান, এএসআই মোঃ তারিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মণিরামপুর থানার মামলা নং-১১, তাং-০৭/০৮/২০২৫, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আসামী ১। রওশন আক্তার রুপা (৩০) ২। শুভ বিশ্বাস (২০), দ্বয়কে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় এবং সিআর-১২/২০২১ (মণিরামপুর) সাজাপ্রাপ্ত এর আসামী ৩। মোছাঃ নুরজাহান বেগম, ডাইরী নং-৪২১৪, তাং- ২৪/০৩/২৫ এর আসামী ৪। মোঃ আবু সাইদ হোসেন রুবেল, সিআর-৩৩০/২১ (কেশবপুর) (সাজা প্রাপ্ত) আসামী ৫। মোঃ আইয়ুব হোসেন, জিআর-২৭৬/২৪ এর আসামী ৬। মোঃ আবু কালাম (ঘটক) (৪২), জিআর- ২০৭/২৩ এর আসামী ৭। মোঃ আব্দুস সালাম সরদার (৪০)গনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের ইং ০৭/০৮/২০২৫ খ্রিঃতারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আসামীদের নাম ও ঠিকানাঃ-
১। নামঃ- রওশন আক্তার রুপা (৩০)
পিং-মোঃ ইউসুফ আলী মোড়ল
স্বামীঃ- মনির হোসেন
সাংঃ- পাড়দিয়া
থানাঃ- মনিরামপুর
জেলাঃ- যশোর।
২। নামঃ- শুভ বিশ্বাস (২০)
পিংঃ-সুব্রত বিশ্বাস
সাংঃ- পাড়দিয়া
থানাঃ- মনিরামপুর
জেলাঃ- যশোর।
৩। নামঃ- মোছাঃ নুরজাহান বেগম
স্বামীঃ- মোঃ মতিয়ার রহমান মোড়ল
সাংঃ- মদনপুর
থানাঃ- মণিরামপুর
জেলাঃ- যশোর।
৪। মোঃ আবু সাইদ হোসেন রুবেল
পিংঃ- মোঃ আকবর আলী
সাংঃ-ফেদাইপুর
পোষ্টঃ-খানপুর
থানাঃ-মণিরামপুর
জেলাঝ-যশোর।
৫। মোঃ আইয়ুব হোসেন
পিংঃ- মোঃ নওশের আলী গাজী
সাংঃ- দত্তকোনা
থানাঃ- মণিরামপুর
জেলাঃ- যশোর।
৬। মোঃ আবু কালাম (ঘটক) (৪২)
পিংঃ- মৃত চাঁন খাঁ
সাংঃ- বাসুদেবপুর
থানাঃ- মণিরামপুর
জেলাঃ- যশোর।
৭। মোঃ আব্দুস সালাম সরদার (৪০)
পিংঃ-মোঃ আবুল বাশার সরদার
সাংঃ- দত্তকোনা (গাজীপাড়া)
থানাঃ- মণিরামপুর
জেলাঃ- যশোর।