
মণিরামপুর প্রতিনিধিঃ ১৬ নং নেহালপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতা সফল চেয়ারম্যান মরহুম নাজমুস সাদাতে’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন করেছে মণিরামপুর উপজেলা বিএনপি।
নেহালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর -৫ আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন।
বুধবার বিকালে ২৪ই( সেপ্টঃ) অনুষ্ঠিত দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার বজলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোঃ মুসা।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মনিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সহ-সভাপতি অ্যাডভোকেট মোকবুল ইসলাম, মনিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আইয়ুব হোসেন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, নেলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আলাউদ্দিন হোসেন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ গ্রহন করে।