
যশোর জেলা প্রতিনিধিঃ
যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এক নারীর সংবাদ সম্মেলনের তিন ঘণ্টার মধ্যেই পাল্টা সংবাদ সম্মেলন করেছে যশোর নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম । এতে যুবদল নেতা চুন্নাকে নির্দোষ দাবি করার পাশাপাশি ওই নারীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়।
রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে চারটায় প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন করেন। এসময় ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি তারেক হাসান মুন্না, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম বলেন, ৪ আগস্ট বারান্দীপাড়া ঢাকারোড এলাকার জেসমিন বেগমের সঙ্গে তার এক ইজিবাইক চালকের দ্বন্দ্ব হয়। বিষয়টি মীমাংসার জন্য জেসমিন নিজেই যুবদল সভাপতি তারেক হাসান চুন্নাকে ডেকে নেন। আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত হলেও জেসমিন তা মানেননি। পরে তিনি ও তার সহযোগীরা চুন্না ও তার সঙ্গীদের ওপর হামলা চালান। এতে চুন্না জখম হন। এরপর ঘটনাকে ভিন্নখাতে নিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, যশোরের মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য মুরাদ। আর জেসমিন তার আশ্রয়দাতা। তাদের মধ্যে অনৈতিক সম্পর্কের গুঞ্জন রয়েছে বলেও দাবি করা হয়। সংবাদ সম্মেলনে নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁন, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুল বারী কাক্কু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরদার উজ্জ্বল, নগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একই দিন দুপুর সাড়ে ১২ টায় জেসমিন একই স্থানে সংবাদ সম্মেলণ করে দাবি করেন, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি তারেক হাসান চুন্না তার কাছে দুই লাখ টাকা চাঁদাদাবি করে। টাকা না পেয়ে বাড়িতে চামলা চালিয়ে শিশু পুত্রের গলায় চাকু ধরে ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়