
নিজস্ব প্রতিনিধিঃ আজ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে যশোর শিল্পকলা একাডেমির হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। জাতীয় সংকট উত্তরণের জন্য আলেম সমাজকে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে এবং দেশ পুনর্গঠনে ইসলামের আলোকে নৈতিক নেতৃত্ব প্রদান করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত,এছাড়াও জেলা বিএনপির নেতৃবৃন্দ, ওলামা-মাশায়েখ, বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি জনাব এ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা দেশ গঠনে একত্রে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।