
মণিরামপুর প্রতিনিধিঃ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ,আহত ও পঙ্গুত্ব বরণকারীদের রূহের মাগফিরাত কামনা এবং সুস্থ্যতা কামনায় আয়োজিত বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মণিরামপুর উপজেলা শাখা।
মণিরামপুর উপজেলা মিলনায়তন হলরুমে ১লা জুলাই মঙ্গলবার বাদ আসর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যশোর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক ফজলুল হক।
মণিরামপুর উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা পেশাজীবি ফোরামের সভাপতি আবু সালেহ মোঃ উবাইদুল্লাহ’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম শামীম, মাওলানা মিজানুর রহমান,মণিরামপুর পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল বারী, পৌর জামায়াতের সেক্রেটারি নাজমুল ফিরোজ,ফয়সাল মাহমুদ,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মণিরামপুর উপজেলার সাধারণ সম্পাদক আলীমুজ্জামান,ইসলামী ছাত্র শিবিরের মণিরামপুর পৌর শখার সভাপতি ইশতিয়াক ইবনে জামান সহ উপজেলা জামায়াতের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য,২০২৪ সালের ১লা জুলাই শুরু হওয়া কোটা আন্দোলন সর্বশেষ সৈরাচার হটানোর ১দফা দাবীর আন্দোলনে রুপ নিলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে নতুন এক বাংলাদেশ পাই দেশবাসী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত মাস ব্যাপি এ দোয়া ও আলোচনা সভার ১ম দিনের সভায় বক্তারা বলেন,জুলাই-আগস্টে আন্দোলনে নিহত হয় দেশের মেধাবী ছাত্র-ছাত্রী ও নাম না জানা হাজার হাজার ছাত্র-জনতা।এখনো অনেকে আহত অবস্থায় পড়ে আছে,অনেকে হারিয়েছে চোখ,অনেকে পঙ্গুত্ব বরণে করছেন মানবেতার জীবন-যাপন। তাদের আত্বত্যাগের বিনিময়ে আমরা নতুন দেশ পেয়েছি,তা রক্ষা করার দায়িত্ব আমাদের।