
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)। বৃহস্পতিবার রাত আটটার দিকে মসজিদ মার্কেট এলাকার একটি চায়ের দোকানের সামনে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি পরিবারসহ গাজীপুর শহরে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ ৫-৬ জন যুবক ধারালো অস্ত্র হাতে এসে তাঁকে ঘিরে ফেলে। এরপর জনসমক্ষে তাকে এলোপাতাড়ি কোপানো হয় এবং গলা কেটে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
জানা যায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে তুহিন গাজীপুর শহরের ফুটপাত দখল, চাঁদাবাজি ও সড়কে বিশৃঙ্খলা নিয়ে ফেসবুক লাইভ করেন এবং একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি চান্দনা চৌরাস্তা এলাকার চাঁদাবাজির চিত্র তুলে ধরেন। ধারণা করা হচ্ছে, ওই ভিডিওর জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
স্থানীয় এক সূত্র জানিয়েছে, হত্যার কিছু আগে তুহিন তার অফিসের পাশে কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে এক যুবককে ধাওয়া দিতে দেখে ভিডিও করেন। এরপর চায়ের দোকানে বসার কিছুক্ষণ পরেই সন্ত্রাসীরা এসে হামলা চালায়। তারা দোকানে ঢুকে তাকে টেনে বাইরে এনে কুপিয়ে হত্যা করে।
বাসন থানার ওসি শাহীন খান জানান, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছি।”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।