
নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ১৫ জুলাই ২০২৫:
ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আইইবিএ) প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আল মামুন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশস্থ চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. বের্ন্ড স্প্যানিয়ারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার দুপুরে গুলশানে অবস্থিত ইইউ কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশে ইথনোস্পোর্টের প্রসার এবং তা ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। মোঃ আল মামুন আইইবিএ’র বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, “ইথনোস্পোর্ট শুধু একটি খেলা নয়, এটি একটি সাংস্কৃতিক অনুশীলন, যা জাতিগত ঐতিহ্য সংরক্ষণ এবং যুব সমাজকে ইতিবাচকভাবে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ড. স্প্যানিয়ার ইথনোস্পোর্টের সাংস্কৃতিক তাৎপর্যকে স্বীকৃতি দিয়ে বলেন, “বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ক্রীড়া কূটনীতির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি।”
উভয় পক্ষ ভবিষ্যতে যৌথভাবে ইথনোস্পোর্টভিত্তিক বিভিন্ন কর্মসূচি ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়ে একমত হন।