
নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলাম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মণিরামপুর কেন্দ্রীয় দোলখোলা পূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং আগত দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, “বাংলাদেশে সুন্দর সম্প্রীতির যে সম্পর্ক সেটা দুর্গাপূজা আসলেই বোঝা যায়। বাংলাদেশে এখন পূজার আমেজ চলছে। পূজা ছাড়া আর কোনো আমেজ নেই। আমাদের এই আনন্দ ও সম্প্রীতির আমেজই ধরে রাখতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান, মণিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, সার্কেল অফিসার ইমদাদুল হক, মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের যশোর জেলা সভাপতি দীপংকর দাস রতন এবং স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা প্রশাসকের এই পরিদর্শনে পূজামণ্ডপে উৎসবের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে বলে জানান আয়োজকরা।