
নিউজ ডেস্কঃ আজ ১৫ আগস্ট। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন আজ (শুক্রবার) বিভিন্নভাবে উদযাপিত হয়েছে। জন্মদিনটি পালিত হয় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে।
খালেদা জিয়ার জন্মদিনের প্রথাগত তারিখ ১৫ আগস্ট ১৯৪৫, তবে বিভিন্ন সরকারি নথিতে তার জন্মতারিখে তফাৎ দেখা যায়। মেট্রিকুলেশন সার্টিফিকেটে উল্লেখ আছে ৯ আগস্ট ১৯৪৫, বিবাহ সনদে ৫ সেপ্টেম্বর ১৯৪৫, আর পাসপোর্টে ৫ আগস্ট ১৯৪৬। জন্মতারিখ নিয়ে ২০১৬ সালে হাইকোর্টে মামলা হয়, যা পরবর্তীতে ২০২৪ সালে অব্যাহতি পায়।
২০১৬ সাল থেকে রাজনৈতিক কারণে কেক কাটা বন্ধ করে, জন্মদিন পালন হয়ে আসে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে, যা বিভিন্ন দলীয় কার্যালয়, মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্বতন্ত্র স্থান করে নিয়েছেন। তার জন্মদিন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। আজ দলটি বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।