
নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় রাম কর্মকার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের পট্টি খাঁপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মোটরসাইকেলচালকসহ তিনজনকে আটকে রেখেছেন।
নিহত রাম কর্মকার স্থানীয় বাসুদেবপুর গ্রামের ধীরেন কর্মকারের ছেলে। তিনি পেশায় স্বর্ণকার।
স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন বলেন, রাম ঝিকরগাছা বাজারে স্বর্ণকারের কাজ করেন। রাত ৮টার দিকে বাজার করে বাড়ি ফিরছিলেন তিনি। রাত ৯টার দিকে পট্টিখাঁপাড়া মোড়ে ভ্যান থেকে নেমে পাকা রাস্তা পার হয়ে বাড়ি যাচ্ছিলেন রাম। এ সময় ভান্ডারি মোড়ের দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ইউপি সদস্য বলেন, দুর্ঘটনায় দায়ী মোটরসাইকেলে চালকসহ তিনজন ছিলেন। বিক্ষুব্ধ জনগণ তাঁদের আটকে রেখেছেন।
এ বিষয়ে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) রইচ উদ্দিন বলেন, ‘পট্টি খাঁপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক যুবকের মৃত্যুর খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। স্থানীয় জনগণ মোটরসাইকেলের চালকসহ তিনজনকে আটকে রেখেছেন বলে জানতে পেরেছি।’