
নিজস্ব প্রতিবেদকঃ
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবলুর রহমান খান এর নের্তৃত্বে ইং ২৪/০৭/২০২৫ তারিখ মণিরামপুর থানা পুলিশের এসআই/ মোঃ ইউসুফ আলী, এএসআই/ মোঃ আলম মোল্যা সংগীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে রাত ২৩:৩৫ ঘটিকার সময় মনিরামপুর থানাধীন মনিরামপুর পৌরসভার গরুর হাটখোলা মোড়ে “রজনী নিবাস হোটেল”এর ৪র্থ তলার ৪০৮নং রুমের ভিতরে যশোর টু চুকনগর গামী মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি করার পরামর্শ ও প্রস্তুতি গ্রহণকালে ১। মোঃ আলম খান (৪৮), ২। মোঃ শামীমুর রহমান টুটুল (৪৩), ৩। মোঃ সাইফুল ইসলাম (৫০), ৪। মোঃ আবু সিনহা (৪৫)দের গ্রেফতার করে।
আসামীদের বিরুদ্ধে মনিরামপুর থানার মামলা নং-০১, তাং-০১/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু হয়েছে।
উদ্ধারকৃত আলামতঃ
১। ০১টি পিস্তল সাদৃশ্য অস্ত্র যার ম্যাগজিন ও ফায়ারিং পিন নাই, বডিতে ইংরেজিতে CZ83CLA.7.65 BROWNMG. MADE IN CHINA লেখা যা সিগারেটের লাইটার হিসেবে ব্যবহৃত হয়।
২। ০১টি সুইচ গিয়ার চাকু।
৩। ০১টি কভার বিহীন হোটেলের বর্ডার এন্ট্রি রেজিস্টার।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। আলম খান (৪৮)
পিতাঃ- মৃত ময়েজ উদ্দিন খান সাংঃ- গাংড়া থানাঃ- মনিরামপুর জেলাঃ- যশোর। শামীমুর রহমান টুটুল (৪৩)
পিতাঃ- মৃত আঃ সাত্তার সাংঃ- দূর্গাপুর
থানাঃ- মনিরামপুর জেলাঃ- যশোর। সাইফুল ইসলাম (৫০)
পিতাঃ- মজিবর রহমান কদমবাড়ীয়া
থানাঃ- মনিরামপুর
জেলাঃ- যশোর। আবু সিনহা (৪৫)
পিতাঃ- মৃত মকছেদ সরদার সাংঃ- খেদাপাড়া
থানাঃ- মনিরামপুর জেলাঃ- যশোর।