
মণিরামপুর প্রতিনিধিঃ
বাই কনুর, গ্রীন লং, ডিক্সন, ব্লাক ম্যাজিক, জয় সিডলেচ, গোল্ডেন ফিঙ্গার, ভ্যালেচ এরকম কয়েক জাতের লাল, কালো, সবুজ রংয়ের ইউক্রেনের আঙ্গুরে ভরে গেছে মণিরামপুর উপজেলার মাসনা গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে কৃষি উদ্যগক্তা মোঃ বিল্লাল হোসেনের চাষী জমিতে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা পেলে হয়তো মণিরামপুর ছাড়িয়ে পুরো দেশে ছড়িয়ে পড়বে মণিরামপুরের কৃষি উদ্যগক্তা বিল্লাল হোসেনের এই আঙ্গুর চাষ। কৃষক লাভবানের পাশাপাশি বেকারত্ব ঘুচিয়ে প্রসারিত হবে কৃষির এই অর্জন।
দেড় বছর চাষে এই ১ম বার ফলন পেয়েছেন জানান বিল্লাল। কয়েক জাতের রং বেরংয়ের আঙ্গুরের ফলনে মাচা ভারি হয়ে গেছে বিল্লাল হোসেনের বিদেশী আঙ্গুরের চাষকৃত ক্ষেত।
কৃষি উদ্যগক্তা বিল্লাল হোসেন জানান, দেড় বছর পরিচর্যার পর ১ম ফল ধরেছে, মূলত ১১মাসে এ সমস্ত গাছে ফলন দেই, নতুন করে ১০ কাটা ও আগের ১০ কাটা মিলিয়ে জমিতে চাষ করা হয়েছে।
তবে আমাদের দেশের আবহাওয়াতে ইউক্রেনের বাই কনুর লাল আঙ্গুরের ফলন বেশি ধরেছে। কঠোর পরিশ্রম, সঠিক যত্ন সহকারে যদি এ চাষে কৃষকেরা এগিয়ে যায় অবশ্যই ভালো ফলন হবে।
তিনি আরো বলেন, আঙ্গুর চাষে ব্যাপক খরচ হওয়াতে হিমশিম খেতে হয় সেক্ষেত্রে কৃষি বিভাগের সহযোগিতা পেলে আরো উদ্যগক্তা আঙ্গুর চাষে উদ্ভুদ্ধ হবে।