
অনলাইন ডেস্কঃ
চট্রগ্রাম র্যাব কার্যালয়ের নিজ কক্ষে মাথায় গুলি করে আত্ম হত্যা করলেন এএসপি পলাশ সাহা।আজ বুধবার চট্রগ্রাম র্যাব কার্যালয়ের নিজ অফিস থেকে পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় তার টেবিলে একটি চিরকুটে লেখা ছিল, “আমার মৃ’ত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না! আমিই দায়ি! কাউকে ভালো রাখতে পারলাম না! বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে!
মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর! তারা যেন মাকে ভালো রাখে! স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য! দিদি যেন কো অর্ডিনেট করে”
তার লেখা দেখে মনে হলো পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা করেছে তিনি।
তার অন্য ব্যাচমেট আবেগ আপ্লুত হয়ে ফেসবুকে নিজ আইডিতে শেয়ার করেন।
“সারদায় এএসপি ডরমিটরির সামনে একটা কাঠগোলাপ গাছ আছে।পিটি প্যারেড শেষে ঘর্ম কান্ত শরীরে যখন সবাই একসাথে ডর্মে ফিরতাম তখন পলাশ ভাইকে দেখতাম মাটিতে ঝরে পড়ে যাওয়া কাঠগোলাপের ফুলগুলো কুড়িয়ে নিয়ে যেতো।একদিন জিজ্ঞেস করলাম ভাই এটা কেন করেন?উত্তরে বলেছিলো ভাই আমি সাদাসিধে মানুষ তাই কাঠগোলাপের সাদার প্রতি মায়াটা একটু বেশি।কারো পায়ের নিচে পড়ে যেন পিষ্ট না হয় সেজন্য যতগুলো পারি কুড়িয়ে রাখি।এই মানুষটাকে কখনো কারো উপকার বৈ অপকার করতে দেখিনি।এইরকম পরোপকারী ও নির্ভেজাল মানুষটার এত দ্রুত চলে যাওয়াটা মানতে কষ্ট হচ্ছে।পরপারে ভাল থাকবেন ভাই।আপনার জন্য দোয়া ও আশীর্বাদ রইলো”