
নিজস্ব প্রতিবেদকঃ
হাসপাতালের চিকিৎসাধীন সন্তানকে দেখতে গিয়ে হৃদরোগে মারা গেলেন আবদুর রহমান (৬৫) নামে এক পিতা। শনিবার বেলা ২টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত আবদুর রহমান চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১ আগস্ট) মুখ দিয়ে রক্ত ওঠায় আব্দুস সাত্তারকে (৩২) যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চতুর্থতলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরদিন অসুস্থ ছেলেকে দেখতে হাসপাতালে যান আব্দুর রহমান। তিনি হাসপাতালের লেবার ওয়ার্ডের সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেন তার বেয়াই নজরুল ইসলাম। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে বলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নিশ্চিত করেছেন।