মণিরামপুর প্রতিনিধিঃ "আমাদের সকল সন্তান শিক্ষার সমান সুযোগ পাক" ভালোবাসা হোক শিশুদের জন্য। এমন আবেগঘন এক পোস্ট শেয়ার করেছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সামাজিক যোগাযোগ মাধ্যম ভ্যারিফায়েড ফেইসবুক আইডিতে ১লা সেপ্টেম্বর সন্ধায় শেয়ার করা পোষ্টের ছবিতে দেখা যাচ্ছে নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না স্নেহের দৃষ্টিতে এক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।
ছবিটি সংগ্রহের পরবর্তীতে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের তত্বাবধানে প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তরের বরাদ্দকৃত প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে এ দিন উপজেলার ৬ জন শিশু শিক্ষার্থীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
এ সময় আরো উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু মুত্তালিব,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম মাকসুদুর রহমান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.