মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে খালে মাছ শিকারের পেতে রাখা জাল চুরি করতে যেয়ে ধরা খেয়ে চোর শনাক্তকারী মণিরামপুর পৌরশহরের মোহনপুর গ্রামের মোঃ রিয়াজুল ইসলাম(২৮) নামের এক যুবককে মারপিটের পর খালের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি কিশোর গ্যাং চক্র।
শুধু ঐ যুবককে না তার সাথে থাকা শিশুকন্যা আফরিন(৬) সহ একই পরিবারের একাধিক সদস্যকেও মারপিটের এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই মোঃ রিফাদুল ইসলাম বাদী হয়ে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়,মণিরামপুর পৌরশহরের দিনমজুর মোহনপুর গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম (২৮) হরিহর নদী হতে মাছ শিকারের জাল একাধিকবার কে বা কারা চুরি করে নেই। পরে নতুন জাল আবারো বাজার থেকে নিয়ে খালে জাল পেতে রেখে চোর ধরার উদ্দেশ্য লুকিয়ে থাকে।ঘটনার দিন ১১ই জুলাই শুক্রবার রাত ৮টার দিকে রিয়াজুলের মাছ শিকারের জাল চুরি করে নিয়ে যাওয়ার সময় জাল চোর বিজয়রামপুর গ্রামের আমির মোড়লের ছেলে বাবু হোসেন(২০) ও লাভলু হোসেন(৩৮), বাধাঘাটার জিয়ার ছেলে জিতু,আব্বাসের ছেলে সাজেদুল’কে হাতে নাতে ধরে ফেলে।
আসামিরা বেগতিক দেখে রিয়াজুলকে লোহার রড,বাঁশ দিয়ে মারতে থাকে। ঘটনার ভিতরে জিতু পার্শ্ববর্তী বাড়ি হতে তার মা জিয়ার স্ত্রী আবেদা বেগম(৪০)কে ডেকে আনলে তারা সংঘবদ্ধ ভাবে রিয়াজুলকে মারতে থাকে।খবর পেয়ে ভুক্তভোগীর পিতা মোঃ সিরাজুল ইসলাম,রিয়াজুলের স্ত্রী ও শিশুকন্যা আফরিন(৬) ঘটনাস্থলে গেলে তাদেরও মারপিট করতে থাকে।এক পর্যায়ে শিশু মালিহা ও রিয়াজুলকে তারা খালের পানিতে ডুবিয়ে দম বন্ধ করে হত্যার চেষ্টা করলে পরিবারের অন্য সদস্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে চোরের দল পালিয়ে যায়।
অসুস্থতার কারনে কথা না বলতে পারায় ভুক্তভোগী রিয়াজুলের বক্তব্য নেওয়া সম্ভব না হলেও হাসপাতালের বেডে তার পাশে থাকা শিশু কন্যা আফরিন(৬) কাঁদতে কাঁদতে এক ভিডিওতে জানাই ঘটনার লোমহর্ষক বিবরণ।যে ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিতীমতো ভাইরাল।
লোমহর্ষক এ ঘটনার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহনের কথা জানিয়েছেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবলুর রহমান খান।

