মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সাপের দংশনে আহত অপর ১০ বছরের এক শিশু বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।একই বিছানায় ২ ভাই বোন ঘুমিয়ে ছিলো।
মৃত্যুবরণকারী ৪ বছর বয়সী শিশুটির নাম আজিম। আহত হয়েছে ১০ বছর বয়সী শিশু হালিমা। তারা দুজন উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমানের সন্তান। তারা বর্তমানে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই একরি বাড়িতে ভাড়া থাকে।
তথ্যসূত্রে জানা যায়,পরিবারের দাবী রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপে কামড় দেয় দুই শিশুকে। পরিবারের সদস্যরা না বুঝে দেরিতে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম না থাকায় পরে চালকিডাঙ্গা এলাকার এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিমের মৃত্যু হয়।
অপর শিশু কন্যা ১০ বছের হালিমা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে শিশু মেডিসিন ওয়ার্ডে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, হালিমার অবস্থা স্থিতিশীল হলেও তাকে কমপক্ষে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
তবে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক মোঃ ফয়েজ আহম্মেদ ফয়সাল জানান আমাদের এখানে সাপে কাটা কোন রোগী আসেনি।এন্টিভেনাম জরুরী বিভাগেই মজুত আছে।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.