নিজস্ব প্রতিবেদকঃ
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। মনিরামপুর উপজেলার ০১ নং রোহিতা ইউনিয়নের ব্যাবসায়ী ছাত্তার গাজী দীর্ঘ দিন অসুস্থ। তার চিকিৎসার খরচ অনেক পারিবারিক ভাবে আর চালানো।সম্ভব হচ্ছে না। তিনি সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন।ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সাহায্যের পোস্ট ছড়িয়ে পড়েছে। মনিরামপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল রাজ তার ভেরিফাইড ফেসবুকে লেখেনঃ
"যশোরের রহিতা বাজারের পরিচিত মুখ, সবার বিপদে প্রথম এগিয়ে আসা মানুষ আব্দুর সাত্তার দর্জি আজ নিজেই এক কঠিন লড়াইয়ের মাঝে। বিরল রোগ Severe Aplastic Anemia তার শরীর কেড়ে নিচ্ছে ধীরে ধীরে। বর্তমানে তিনি ঢাকা পিজি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
প্রতি চার-পাঁচ দিন পরপর তার শরীরে প্রয়োজন হয় ২-৩ ব্যাগ রক্ত, প্রতিদিন ওষুধেই লাগে ৫ হাজার টাকার বেশি। দেড় মাসেরও বেশি সময় হাসপাতালে থেকে কিছুদিন বাড়িতে ফিরলেও, অবস্থার অবনতি হলে আবার দ্রুত ঢাকায় নিয়ে আসতে হয়।
যে মানুষটি এলাকায় কারও বিপদে কখনো পেছনে সরে যাননি, যার হাত সবসময় ছিল অসহায়দের পাশে – আজ সেই মানুষটি অসহায় হয়ে তাকিয়ে আছেন আমাদের দিকে। আত্মীয়-স্বজন, স্থানীয় মানুষ ও প্রিয় সংগঠনের সহায়তা সত্ত্বেও চিকিৎসার ব্যয় বহন করা এখন অসম্ভব হয়ে পড়েছে।
তার পরিবার দেশ-বিদেশে থাকা প্রবাসী ভাই-বোন, শুভাকাঙ্ক্ষী ও মানবিক সংগঠনগুলোর প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছে – আসুন, আমরা সবাই মিলে এই মানুষটির প্রাণ বাঁচানোর জন্য এগিয়ে আসি।
সহায়তার জন্য:
📱 বিকাশ (পার্সোনাল): 01718208718
🏦 ব্যাংক একাউন্ট (স্ত্রী): Rahina Parven, UCB Bank – A/C No: 7773201000807286
আপনার সামান্য সহায়তা তার জীবনের জন্য হতে পারে বড় আশীর্বাদ। পোস্টটি শেয়ার করুন, পাশে থাকুন।"
এছাড়াও বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.