নিজস্ব প্রতিনিধিঃ
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবারের সদস্য ও আহত ৬৪ জেলার ১৯২ জন সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ আগস্ট বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে যশোরের দৈনিক প্রতিদিনের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাকিম আল রাব্বি সাকিব সহ চারজন সাংবাদিককে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। গতবছরের জুলাই আন্দোলন চলাকালে মনিরামপুরে পেশাগত দায়িত্ব পালন করা কালে ১৯ জুলাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বাহিনি কতৃক সাকিব গুরুতর আহত হয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা গ্রহন করেন। মনিরামপুর উপজেলা থেকে একমাত্র মোস্তাকিম আল রাব্বি সাকিব রাষ্ট্রিয় ভাবে সাহসী সাংবাদিক হিসাবে সম্মানিত হওয়ার মনিরামপুর বাসী গর্ববোধ করছে। সম্মাননার বিষয় জানতে চাইলে, মোস্তাকিম আল রাব্বি সাকিব জানান, এ সম্মাননা আমার একার না এ সম্মাননা পুরো মনিরামপুর বাসীর জন্য সম্মানের।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.