নিজস্ব প্রতিবেদক:
প্রথাগত শিক্ষা ব্যবস্থার বাইরে এসে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলাদেশের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও বিদেশি ভাষা শিক্ষায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন পলাশি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজা। বুধবার (১০ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজা বলেন, মাধ্যমিক বিদ্যালয় পর্যায় থেকেই এই শিক্ষা শুরু করতে হবে। একইসাথে পলাশি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে দেশের মধ্যে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, উপজেলা যুবদলের সদস্য সচিব সাঈদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিন ভূইয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল মামুন পিন্টু, সাধারণ সম্পাদক সিয়াম হোসেন। শিক্ষক প্রতিনিধি কামরুজ্জামান এবং অভিভাবক প্রতিনিধি সুজন ভূইয়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.