নিজস্ব প্রতিনিধিঃআজ মুফতী ওয়াক্কাস রহঃ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ জন অসহায় ও দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আশরাফ ইয়াছিন এবং সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রকল্প সভাপতি মাওলানা আশফাকুল আনওয়ার ইয়ামিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী রশিদ বিন ওয়াক্কাস হাফিঃ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মাওলানা বরকাতুল ইসলাম ও মুফতি কামরুজ্জামান কাসেমী। এছাড়া নির্বাহী সদস্য হাসান আল মামুন, নাসিম খান এবং ছাত্রনেতা এস এম মারুফ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রশিদ বিন ওয়াক্কাস হাফিঃ বলেন, “মানবসেবাই আমার লক্ষ্য। আমার পিতা যেভাবে মানুষের পাশে থেকেছেন, আমিও মানুষের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ। জোট যদি আমাকে মনোনয়ন দেয় এবং বিজয়ী হতে পারি, ইনশাআল্লাহ আমি দায়িত্ব যথাযথভাবে পালন করবো এবং সর্বদা মানুষের পাশে থাকবো।”
তিনি আরও বলেন, “মনিরামপুরের মানুষের উন্নয়নের লক্ষ্যে আমরা এই প্রকল্প হাতে নিয়েছি। ইতোমধ্যে ১৪ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী, এই উদ্যোগের মাধ্যমে তারা পরিবারে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।”
পরিশেষে তিনি উপস্থিত সকলকে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা যেমনভাবে আমার পিতার পাশে ছিলেন, ইনশাআল্লাহ আমার পাশেও থাকবেন—তাহলে ৮৬’র পুনরাবৃত্তি ঘটবে ইনশাআল্লাহ।”

