মণিরামপুর প্রতিনিধিঃ বৃহত্তর যশোর জেলার অন্তগত থানা সমূহের কর্রমরত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (অফিসার্স ইনচার্জ) মধ্য ২য় বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন বর্তমান মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাবলুর রহমান খান। যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহানের কাছ থেকে আবারও বাবলুর রহমান খান পেলেন বিশেষ সন্মাননা পুরস্কার। মণিরামপুর থানার অনলাইনে শেয়ার করা এক পোস্টে নিজেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন।
৬ই আগষ্ঠ বুধবার পুলিশ লাইনের হলরুমে বাবলুর রহমান খানকে শ্রেষ্ট অফিসার্স ইনচার্জ হিসাবে উপহার প্রদানকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্ ) আবুল বাশার, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) এমদাদুল হক সহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য,দায়িত্বশীল ও চৌকস হিসাবে ইতিপূর্বে একবার মোঃ বাবলুর রহমান খান যশোরের শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ মনোনীত হয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.