নিজস্ব প্রতিবেদকযশোরের মণিরামপুর রেসিডেন্সিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থী মো: ময়নুল ইসলাম ২০২৪ সালের ওপেন স্কলারশীপ অ্যাসোসিয়েশনের পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন যশোর ওপেন স্কলারশীপ অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক মকলেছুর রহমান, মণিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ সাইফুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু তালেব।
প্রধান শিক্ষক জি.এম. আলমগীর হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, “ময়নুল ইসলাম আমাদের প্রতিষ্ঠানের গৌরব। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও উৎসাহ যোগাবে।”
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু নিয়মিত পড়াশোনাই নয়, বরং সুশিক্ষা ও নৈতিকতার মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হয়ে সমাজে অবদান রাখতে হবে।
উল্লেখ্য, এ বছর মণিরামপুর রেসিডেন্সিয়াল ইনস্টিটিউট থেকে মোট ৪২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৫ জন সাধারণ গ্রেডে এবং ৭ জন ট্যালেন্টপুলে। তাদের মধ্যে ১ম শ্রেণির শিক্ষার্থী মো: ময়নুল ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে সকলের নজর কাড়ে।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.