মণিরামপুর প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির ব্যাক্তিত্ব শিক্ষক ফারুক আল মাহমুদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে মনিরামপুরে এক প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল ১৪ই মে বুধবার বিকালে যশোর সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর পৌরসভা গেটে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষার্থী হাসাইন ইকবাল সানি, শরিফ মাহমুদ, নাসিমুল বারী সাইমুম, তাসনিম হাসান বর্ষা, রেজোয়ান, নুসরাত, মিষ্টি সাকিব, দিপ্তসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, একজন সম্মানিত শিক্ষক ও সমাজকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের অত্যন্ত দুঃখজনক। এই মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে, অন্যথায় ছাত্রসমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।”
উল্লেখ্য,চলতি মাসের ৫ মে শিক্ষক ফারুক আল মাহমুদ জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ক্ষুব্ধ হয়ে তাকে আক্রমণের উদ্দেশ্যে জয়পুর বাজারে উপস্থিত হলেও ফারুক আল মাহমুদ সেখানে না থাকায় তারা নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়ান।
একপর্যায়ে একজন আহত হন এবং তার স্বজনেরা এসে অপর পক্ষের একজন আক্তার হোসেনকে মারধর করেন। পরে আহত আক্তার হোসেনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর আক্তার হোসেনের ভাগ্নে মো. রিয়াদ হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে স্থানীয়দের দাবি, অভিযুক্তদের বেশিরভাগই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না। এমনকি মামলার বাদী রিয়াদ হোসেন নিজেকে ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয় দিয়ে মামলা করতে সংশ্লিষ্টদের চাপ দিয়েছে বলেও অভিযোগ ওঠেছে।
শিক্ষার্থীরা এই মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়ে,একজন শিক্ষককে হয়রানিমূলক মামলায় জড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা দেওয়া হচ্ছে।এ সমাবেশ থেকে ফারুক আল মাহমুদের পাশে থাকার অঙ্গীকার ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মাহমুদুল হাসান সোহাগ
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.