মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলার রোহিতায় মাহমুদা সিদ্দিকা (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমানের বাড়ির পেছনের পুকুর থেকে তার মরদেহ পাওয়া যায়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার স্কুল থেকে ফেরার পথে মাহমুদা স্থানীয় মুদি ব্যবসায়ী মেহেদী হাসানের দোকানে যায়। দোকান থেকে রুটি নিয়ে খাওয়ার সময় দোকানদারের সাথে ঝামেলা কথা কাটাকাটি হয়। এ ঘটনা মুদি ব্যবসায়ী তার মাকে জানায়। খবর পেয়ে মা ঘটনাস্থলে গিয়ে মাহমুদা মারধর করে বাড়ি নিয়ে আসেন। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
পরিবার ও এলাকাবাসী রাতভর খোঁজাখুঁজি করেও তাকে আর খুঁজে পায়নি। মঙ্গলবার সকালে আনুমানিক ১০টার দিকে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়ির পেছনের পুকুরে স্থানীয়রা চুল ভেসে থাকতে দেখে। পরে লাশ উদ্ধার করে শনাক্ত করা হয় যে এটি নিখোঁজ মাহমুদা।
চাঞ্চল্যের বিষয় হলো, মরদেহ উদ্ধারের সময় তার শরীরে কোনো পোশাক ছিল না। পরে পুকুর থেকেই তার জামা ও ওড়না উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, এটি নিছক পানিতে ডুবে মৃত্যু নয়; বরং এর পেছনে রহস্যজনক কিছু থাকতে পারে।
এ বিষয়ে মাহমুদার বাবা মাওলানা আইনাল হক জানান, আমার মেয়ে সাঁতার জানতো না, তাই সে পানিতে ডুবে মারা গেছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খাঁন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.