মণিরামপুর প্রতিনিধিঃ ছিনতাইকারীদের ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা এবং একই দিনে চাঁদাবাজি নিয়ে সংবাদ করায় আরেক সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে পাথর দিয়ে আঘাত করে পা থেতলে দেওয়ার মতো জঘন্য, বর্বর ও পরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনায় মণিরামপুর রিপোর্টার্স ক্লাব চরম ক্ষোভ, গভীর শোক ও তীব্র প্রতিবাদ জানিয়েছে।
দপ্তর সম্পাদক মোঃ মাবিয়া রহমানের স্বাক্ষরিত বিবৃতিতে মণিরামপুর রিপোর্টার্স ক্লাব সাংবাদিক নেতৃবৃন্দ জানান,গণমাধ্যম রাষ্ট্রের দর্পণ। গণমাধ্যমকর্মীরা সকল অন্যায়-অনিয়ম তুলে ধরেন। আর সেই অন্যায়-অনিয়ম তুলে ধরতে গেলে যদি সাংবাদিকদের হত্যা করা হয় বা হামলার শিকার হতে হয় তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠে।
গণমাধ্যমকর্মীরা নিরাপদ না থাকলে সেখানে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকে। এভাবে বারবার গণমাধ্যমকর্মীদের হত্যা ও হামলার গণমাধ্যমের কন্ঠরোধ করার শামিল। যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। এর আগেও দেশের বিভিন্ন জায়গায় গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছে। আমরা গাজীপুরে সাংবাদিকদের ওপর হওয়া হামলা ও খুনের ঘটনায় ন্যায় বিচারের পাশাপাশি সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হওয়া সকল হামলার বিচার চাই। এসময় নেতৃবৃন্দরা উক্ত হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও নিহত সাংবাদিকের পরিবারের প্রতি শোকসন্তপ্ত সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.