নিজস্ব প্রতিবেদকঃ যশোরের মনিরামপুর উপজেলার নাদড়া গ্রামে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক আনোয়ার হোসেন। দেশ-বিদেশের হৃদয়বান মানুষের সহযোগিতা এবং তার একান্ত প্রচেষ্টায় নতুন ঘর পেলেন গ্রামের এক অসহায় বৃদ্ধা – মাহমুদা খাতুন।
প্রায় বিধ্বস্ত একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছিলেন এই বৃদ্ধা। ১৮ জুলাই সাংবাদিক আনোয়ার তার ব্যক্তিগত ফেসবুক পেজে বৃদ্ধ মাহমুদার জরাজীর্ণ ঘরের ছবি প্রকাশ করে সহযোগিতার আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে দেশি-বিদেশি ৩০ জন মানবিক মানুষ এগিয়ে আসেন এবং আনোয়ার হোসেনের দেওয়া বিকাশ নাম্বারে মোট ৭৫,৬০১ টাকা পাঠান।
এই অর্থে নির্মিত হয় একটি নতুন টিনশেড ঘর। ৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে ফেসবুক লাইভে নতুন ঘরটি বৃদ্ধ মাহমুদাকে বুঝিয়ে দেন সাংবাদিক আনোয়ার। ঘর হস্তান্তরের সময় তিনি ঘর নির্মাণের বিস্তারিত হিসাবও সকলের সামনে তুলে ধরেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়।
সাংবাদিক আনোয়ার হোসেন ঘর হস্তান্তরের ছবি পোস্ট করে লেখেন,"আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ। খালি হাতে নেওয়া একটা উদ্যোগ আপনাদের অর্থায়নে আজ পূর্ণতা পেল। মনিরামপুরের নাদড়া গ্রামের সেই বিধবা বৃদ্ধা মাহমুদা পেলেন নিজ বাড়িতে নতুন মাথা গোঁজার ঠাঁই। আজ দুপুরে তিনি জরাজীর্ণ খুপড়ি ছেড়ে উঠেছেন নতুন ঘরে।"
সাংবাদিক আনোয়ার হোসেনের এই মানবিক কাজ সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন প্রশংসিত হয়েছে, তেমনি এলাকাবাসীর মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের উদ্যোগ সমাজে আশার আলো জাগায় এবং মানুষের পাশে দাঁড়াতে সবাইকে উৎসাহিত করে।
মাহমুদা বেগম এখন নিজের নতুন ঘরে বসবাস করছেন। তিনি এবং তার প্রতিবেশীরা দোয়া করছেন সেইসব সহৃদয় মানুষদের জন্য, যারা আর্থিকভাবে সাহায্য করেছেন, এবং সেই উদ্যোগী হৃদয় – সাংবাদিক আনোয়ার হোসেনের জন্য, যিনি প্রকৃত অর্থেই একজন মানবিক মানুষ।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.