
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ আসন্ন সংসদ নির্বাচনে যশোর – ৫ আসনে(মণিরামপুর) বিএনপির জোটের শরীক দল হয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম- মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস হবেন ধানের শীষের কান্ডারী!
মণিরামপুরকে উন্নয়নের রোল মডেল করতে মাওলানা রশীদ বিন ওয়াক্কাসকে আপনারা বিজয়ী করবেন- গতকাল ৫ই জুলাই মণিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কর্মী সম্মেলনের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এ সমস্ত কথা বলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে’র মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।
এ সময় গণমাধ্যমকে লক্ষ্য করে প্রধান অতিথি বলেন,দলমত নির্বিশেষে সকলেই মুখিয়ে আছে জনগন তার ভোটাধিকার প্রয়োগে পছন্দের মার্কায় ভোট দেওয়ার জন্য,দাবী ১টা রশীদ বিন ওয়াক্কাস এমপি হিসাবে মণিরামপুরে দেখতে চাই।
তিনি আরো বলেন,আমরা কোন নতুন জোট এ দেশে দেখতে চাইনা,বিএনপির সাথে আমরা জোট নিয়ে এসেছি,এ দেশে মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনাই।বিএনপির জোট এ দেশে নেতৃত্বে আসলে জুলাই বিপ্লবের সকল যোদ্ধার পূর্নবাসন করা হবে।পিআর পদ্ধতির নির্বাচন ক্ষতিকর বলে আখ্যায়িত করেন এ কর্মী সম্মেলনের প্রধান অতিথি।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে’র মণিরামপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মী সম্মেলনের আলোচনা সভার সভাপতিত্ব করেন,যশোর-৫(মণিরামপুর) আসনের বিএনপির নেতৃত্বাধীন জোটের শরীক দল বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের ঘোষিত প্রার্থী ও দলটির যুগ্ম-মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস।
মণিরামপুর উপজেলা যুব জমিয়াত নেতা মুফতী কামরুজ্জামান কাসেমীর সঞ্চালনায় শনিবার বৃষ্টিস্নাত বিকালে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে’র কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি আরিফ বিল্লাহ,সহ-সভাপতি মুফতি রেজাউল করিম,যুগ্ম-মহাসচিব মওলানা ওয়ালী উল্লাহ আরমান,সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান প্রমূখ।
শহীদ মশিউর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে’র বিভিন্ন সংগঠনের জেলা,উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো লক্ষনীয়।
সভাপতির সমাপণী বক্তব্যে মাওলানা রশীদ বিন ওয়াক্কাস বলেন,জনগনকে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেননি আমার আব্বাজান মাওলানা মুফতী মোহাম্মদ ওয়াক্কাস,আমিও মিথ্যা প্রতিশ্রুতি দিবোনা।তবে আমি ধর্ম-বর্ণ নির্বিশেষে মণিরামপুর উপজেলার সকলের পাশে থাকব ইনশাআল্লাহ।
কর্মী সম্মেলন শেষে প্রধান অতিথি ড. গোলাম মহিউদ্দিন ইকরামে’র অংশ গ্রহণে মণিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা গেটে শেষ হয়।