নিজস্ব প্রতিনিধিঃ সমাজ ও মানুষের কল্যাণে এগিয়ে আসা একদল তরুণের উদ্যোগে ২০২৪ সালের ২৩ আগস্ট যাত্রা শুরু করে “বনিতা ফাউন্ডেশন”। মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে সংগঠনটি কাজ শুরু করলেও, সময়ের প্রয়োজনে এবং রেজিস্ট্রেশনের স্বার্থে নাম পরিবর্তন করে এখন এটি পরিচিত “যুবদূত” নামে। নতুন এই নামকরণ শুধুমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং এটি সংগঠনের দায়িত্ববোধ ও প্রত্যয়কে আরও সুসংহত করেছে।
প্রতিষ্ঠার পর থেকে “যুবদূত” সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে নানামুখী উদ্যোগ নিয়েছে। গত এক বছরে সংগঠনটি পরিচালনা করেছে বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে নানা জায়গায় গাছ লাগানো হয়েছে। ন্যায্য মূল্যের বাজার স্থাপনের মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ করে নিম্নআয়ের শ্রেণির পাশে দাঁড়িয়েছে সংগঠনটি, যাতে তারা কম মূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে “যুবদূত” শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় সংগঠনটি বিতরণ করেছে মাস্ক ও স্যানিটাইজারের মতো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। এছাড়াও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সামাজিক ও নৈতিক বিষয় সম্পর্কে সচেতনতা লাভ করেছে। বছরের বিভিন্ন সময়ে সংগঠনটি বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই সংগঠনের পথচলা শুরু হয়েছিল তরুণ সমাজকর্মী শরিফ মাহমুদ-এর হাত ধরে। বর্তমানে সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন তাসলিমা আলম পাখি এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন সাদিউজ্জামান মুনিম। সংগঠনের প্রতিটি স্বেচ্ছাসেবক তাদের মেধা, শ্রম ও অর্থ দিয়ে “যুবদূত”-কে একটি গতিশীল ও কর্মমুখী সংগঠনে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা শরিফ মাহমুদ জানান, “আমরা গত এক বছর ধরে ধারাবাহিকভাবে সমাজ বদলের কাজ করে যাচ্ছি এবং এই ধারা আরও বেগবান হবে।” তিনি আরও বলেন, “সংগঠনের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া বর্তমানে চলমান এবং খুব শিগগিরই তা সম্পন্ন হবে। ইতোমধ্যেই আমরা দেশের বিভিন্ন এলাকায় আমাদের কার্যক্রম ছড়িয়ে দিতে সক্রিয়ভাবে কাজ করছি।"
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.