মণিরামপুর প্রতিনিধিঃ যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে প্রতিবন্ধীদের জন্য প্রদানকৃত ৬জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
সোমবার ৭ জুলাই মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ফটকে হুইলচেয়ার বিতরণী সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার,মণিরামপুর পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ তপু বিশ্বাস,পৌরসভার মোঃ হাফিজুর রহমান হাফিজ প্রমূখ।
শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণে আবেগ আপ্লুত হয়ে সোস্যাল মিডিয়াতে নিজের ভেরিফায়েড ফেইসবুক আইডিতে যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিনকে ধন্যবাদ জানিয়ে “এই বর্ষনমুখর দিনে বৃষ্টিতে ভিজে তারা এসেছিলো ছোট একটা চাওয়া নিয়ে, তাদের সেই চাওয়া পূরণ করতে পেরেছি,তার মাধ্যমে পাওয়া ৬ টি হুইল চেয়ার আজ হস্তান্তর করলাম” এই লেখাটি শেয়ার করেছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
মুঠোফোনে যোগাযোগ করলে,মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না’কে মানবিক অফিসার আখ্যায়িত করে যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন জানান, শারীরিক প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত হুইলচেয়ারের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার যাচাই-বাছাইের মাধ্যমে এ সমস্ত প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

