মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি/দাখিল ও সমমানের পরিক্ষায় জিপিএ ৫ এ+ প্রাপ্ত ২৪১জন মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মণিরামপুর উপজেলা শাখা।
সোমবার ২৮শে জুলাই সকালে মণিরামপুর উপজেলা পরিষদের অডিটরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও আসন্ন সংসদ নির্বাচনে যশোর-৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এড. গাজী এনামুল হক।
মণিরামপুর উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মালায়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক হাসানুল বারী।এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,মণিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, মণিরামপুর উপজেলা শাখার সহকারি সেক্রেটারী এইচএম শামীম,যশোর জেলা ছাত্রশিবিরের শহর সভাপতি মোঃ মিনারুল ইসলাম,খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড রিপুল কবির,মণিরামপুর উপজেলা পেশাজীবি ফোরামের সভাপতি আবু সালেহ মোঃ উবাইদুল্লাহ, অভিভাবক সহ আগত বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বাংলাদেশ ছাত্রশিবিরের পক্ষ থেকে ২৪১জন মেধাবী শিক্ষার্থীদের হাতে সন্মাননা স্বারক ও গিফটহাম্পার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করতে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ইসলামি সংগীত পরিবেশন করে ইসলামি ছাত্রশিবিরের মণিরামপুর উপজেলা শাখার সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.