মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বরাবর জলাবদ্ধতার স্থায়ী সমাধান চেয়ে সোস্যাল মিডিয়া ফেইসবুকে নদী(No Di) নামের একটি আইডি থেকে খোলা চিঠি পোস্ট শেয়ার করেছেন পৌরসভার ৫নং ওয়ার্ড তাহেরপুরের এক নারী।
রিতীমতো পোস্টে ঐ আইডির সাথে সম্পৃক্ত বিভিন্ন আইডি থেকে উপজেলা প্রশাসনের পক্ষে/বিপক্ষে কমেন্টসো করতে দেখা গেছে।
ব্যাক্তি নিরাপত্তার কারনে পরিচয় গোপনকারী ঐ নারী তার ফেইসবুক আইডিতে নিজের বাড়ির উঠান ও আসাপাশের কয়েকটি ছবি আপলোড করেছেন। যে ছবিতে দেখা গেছে একজন বৃদ্ধা নারী হাটুপানিতে দাড়িয়ে আছে,অন্য আরেক ছবিতে বাড়ির চারপাশে শুধু পানি আর পানি। গত ১লা আগস্টে শেয়ার করা ঐ পোস্টের দৃশ্যটি মণিরামপুর পৌরসভার ৫নং ওয়ার্ড তাহেরপুরের মণিরামপুর আদর্শ্য মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের আবাসিক এলাকার বলে নিশ্চিত করেছেন শেয়ারকারী নিজেই।
নির্বাহী কর্মকর্তা বরাবর খোলা চিঠিতে লেখা আছে" আমরা ৫নং ওয়ার্ড তাহেপুরের বাসিন্দা,আমাদের এখানে বর্ষা মৌসুমে বৃষ্টি/অতিবৃষ্টিতে পানি নিঃস্কাশনের ব্যাবস্থা না থাকায় কয়েক বছর ধরে এই জলাবদ্ধতার সাথে আমরা বসবাস করে আছি।পরিবারের লোকজনের সাথে সাথে আমাদের গরু,ছাগল,হাঁস-মুরগি সবকিছু নিয়ে বিপদে থাকতে হয়। নিবেদকে তাহেরপুর বাসীর পক্ষ হয়ে অনলাইনে শেয়ার করা ঐ খোলা চিঠিতে মানবতার বিষয়টি বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ব্যবস্থা গ্রহনের দাবীও উল্লেখিত আছে।
বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে! তবে এ ব্যাপারে স্থায়ী সমাধানকল্পে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(পাউবো) এবং স্থানীয়ভাবে মণিরামপুর উপজেলা প্রশাসন সহযোগিতা করবে বলে জানান মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.