এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ ছোট ছোট নৃত্য / সংগীত শিল্পীদের অংশগ্রহনে যশোরের মণিরামপুরে বার্ষিক শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে স্থানীয় সাংস্কৃতিক শিল্পী সংগঠন "সংশপ্তক"।
মণিরামপুর উপজেলা পরিষদের মিলনায়তনে সংশপ্তক শিল্পী সংগঠনের ২০২৫ এর আয়োজনে বৃহস্পতিবার শিশু সমাবেশ ও বৃষ্টিস্নাত সাংস্কৃতিক সন্ধায় অভিনায়,নৃত্য ও খুদে সংগীত শিল্পীদের পরিবেশনের পর এ সকল শিশু শিল্পীদেরকে দেশের ঐতিহ্যের সাংস্কৃতিতে উদ্ভুদ্ধকরনে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে জাতীয় সাহিত্য ও সংস্কৃতির স্থানীয় পাঠশালা "সংশপ্তক"।
১৯শে জুন বৃহঃবার সংশপ্তক শিল্পী সংগঠনের সভাপতি মোঃ সাইফুল আলমের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত শিশু সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধা পরিদর্শনে শুভেচ্ছা বক্তব্য এবং শিশু শিল্পীদের সাথে ফটোসেশানে অংশ নেই মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু সহ মণিরামপুর উপজেলা,পৌর শাখার বিএনপির বিভিন্ন সংগঠনের সাংস্কৃতি প্রেমী নেতা-কর্মীরবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.