এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ শিশু বান্ধব উপজেলা গড়তে তরুন প্রজন্মকে উৎসাহিত করে যশোরের মনিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে 'শিশু স্বাস্থ্য সুরক্ষা অভিযান' ক্যাম্পেইন করে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন "বনিতা ফাউন্ডেশন"র একঝাক সেচ্চাসেবীরা।
৪ জুন (বুধবার) পৌরশহরের দীঘিরপাড়ে বনিতা ফাউন্ডেশনের আয়োজনে ছিন্নমূল শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্পেইনে তথ্য সংগ্রহে গেলে দেখা যায়, ছেলে ও মেয়ে উভয়ের একটি তারুন্যের টিম, পরিবারের সদস্যর মতো করে বাচ্চাদের নিয়ে মেতে আছে। পরামর্শমূলক আলোচনা করে চলেছেন পরামর্শক অতিথি, যশোর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মনিরুজ্জামান মনির।
সরেজমিনের চিত্রে সেবামূলক এ কার্যক্রম বেশ আনন্দ উদ্দীপনার সাথে করে চলেছে,সংগঠনের সাধারণ সম্পাদক সাদিউজ্জামান মুনিম, নুসরাত, জারিফ, আর্য, তাসপিয়া, মারুফ, ফাহিম, ইলহাম, সৌহার্দ্য, মিষ্টিরা ।
তাদের এ অভিযানে শিশুদের উচ্চতা ও ওজন পরিমাপ করা হয় এবং নখ, ত্বক ও চুলের যত্ন সম্পর্কে তাদের সচেতন করা হয়।
তথ্যনুযায়ী,দিনব্যাপী ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবকরা শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ প্রদান করেন এবং স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করেন। কর্মসূচির শেষপর্বে শিশুদের অংশগ্রহণে হয় কুইজ প্রতিযোগিতা। শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করতে দেওয়া হয় নানান উপহার। শুধু উপস্থিত শিশুদের না, তাদের অভিভাবকদের সচেতনতা অবলম্বন করে শিশুর মেধা বিকাশে ভূমিকা রাখারও তাগিদ দিচ্ছে বনিতা ফাউন্ডেশন। বুধবার দিঘীরপাড় ক্যাম্পেইনের আগে উপজেলার গোপালপুর সুরক্ষা অভিযান থেকেই,গ্রাম ও পাড়া ভিত্তিক এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানাচ্ছে অভিভাবক,সমাজসেবী,স্থানীয় রাজনৈতিক,প্রশাসনিক,গণমাধ্যম ও সচেতন মহল।
একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলা,এই শিশুরা ভবিষ্যতে পৃথিবীকে আলোকিত করবে!নিজের এ স্বপ্নকে লক্ষ নিয়েই বনিতা ফাউন্ডেশনের পথচলা বলে জানান,ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সংগঠক শরিফ মাহমুদ।
সুরক্ষিত উপজেলা গড়তে শিশুদের সুরক্ষা নিশ্চিতে প্রতিনিয়ত মণিরামপুরে আমাদের টিম গ্রাম ভিত্তিক কাজ করে যাচ্ছে!গণমাধ্যমকে দেওয়া স্বাক্ষাতকারে এমনটাই বলেন, ফাউন্ডেশনের সভাপতি তাসলিমা পাখি।
ভার্সুয়ালে যুক্তরাষ্ট্র থেকে বনিতা ফাউন্ডেশনের এ কার্যক্রমকে উৎসাহ ও আর্থিক সহযোগিতার কথা এ প্রতিবেদক'কে জানান উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত যুবক ফাহিম জামান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মাহমুদুল হাসান সোহাগ
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.