নিজস্ব প্রতিনিধিঃআজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ এমএমসি ম্যাথ ক্লাব (২০২৫-২৬) এর নবগঠিত এক্সিকিউটিভ কমিটির দায়িত্বশীল সদস্যরা দায়িত্ব গ্রহণের পর তাঁদের নিজ বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী এবং সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন
এই সৌজন্য সাক্ষাতে নবগঠিত কমিটির সভাপতি মোঃ রনি হোসেন এবং সেক্রেটারি আনিসুর রহমান আলিফ উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন সদ্য বিদায়ী সভাপতি হারুনুর অর রশিদ জনি সহ অনন্য সদস্যরা।
শিক্ষকমণ্ডলী ও অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে এই সাক্ষাৎকে ঘিরে ক্যাম্পাসে এক উষ্ণ ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি হয়। ক্লাবের নবগঠিত নেতৃত্ব বিশ্বাস করে এটি তাদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও ফলপ্রসূ করে তুলবে।
বিগত কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতিষ্ঠার পর থেকেই এমএমসি ম্যাথ ক্লাব শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর অংশ হিসেবে ক্লাব নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম আয়োজন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো
ম্যাথ অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা আয়োজন,শিক্ষার্থী সংবর্ধনা ও অনার্স পরীক্ষার্থীদের উপহার প্রদান,নিয়মিত মাসিক মিটিং পরিচালনা,সদস্য ফরম বিতরণ এবং ভর্তি পরীক্ষার সময় হেল্প ডেক্স স্থাপন,পিঠা উৎসব, বার্ষিক বনভোজন, ইফতার মাহফিল ও শিক্ষক সংবর্ধনা,শিক্ষা সফরের আয়োজন ও বাস্তবায়ন,নতুন বর্ষের শিক্ষার্থীদের মাঝে ক্লাবের গুরুত্ব তুলে ধরা এবং সাধারণ সভা আয়োজন
এমএমসি ম্যাথ ক্লাব শুধু একাডেমিক নয়, বরং সাংগঠনিক ও সামাজিক দিক থেকেও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সবসময় সক্রিয় ভূমিকা রেখে আসছে।
উল্লেখ্য গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সালে, সরকারি মাইকেল মধুসূদন কলেজ গণিত বিভাগের উদ্যোগে ক্যাম্পাসের প্রথম ক্লাব হিসেবে এমএমসি ম্যাথ ক্লাব প্রতিষ্ঠিত হয়। গণিত বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান অধ্যাপক নাসির স্যার-এর হাত ধরে এর যাত্রা শুরু হয়।
সেই সময় দায়িত্বশীল সদস্যদের ওপর অনেক বাধা-বিপত্তি আসলে তাঁরা দমে যাননি। বরং এতকিছু অতিক্রম করেই আজকের এই অবস্থানে ক্লাব এসেছে। এই সংগঠনটি গণিতের ভীতি দূর করা, শিক্ষার্থীদের একত্রিত করা এবং ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আনার জন্য এমএমসি ম্যাথ ক্লাব সর্বদা সক্রিয় এবং অঙ্গীকারবদ্ধ।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.