নিজস্ব প্রতিবেদকঃ আজ বুধবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে যশোর জেলা টেকনোলোজিস্ট পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম এবং জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এছাড়াও জেলার বিভিন্ন হাসপাতালের প্যাথলজিস্ট ও কনসালটেন্ট বৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ওমর সানী।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, টেকনোলোজিস্টরা চিকিৎসা সেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। নিখুঁত রিপোর্ট প্রদানের মাধ্যমে তাঁরা চিকিৎসকদের সঠিক রোগ নির্ণয়ে সহায়তা করেন, যা রোগীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে শরিফুল ইসলাম বাবলু বলেন আমরা ঐক্যবদ্ধ ও সৎ থাকলে আমাদের মূল্য একদিন আমরা পাব।আমরা সততার সাথে কাজ করব এবং আমাদের অধিকার ছিনিয়ে আনব।

