
মণিরামপুর প্রতিনিধি: দেশের প্রথম সারীর জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক কলম কথা’র প্রকাশক, যশোর থেকে প্রকাশিত রুপান্তর প্রতিদিন পত্রিকার মণিরামপুর প্রতিনিধি এবং মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক সুমন চক্রবর্তীর একমাত্র কন্যা কথা চক্রবর্তীর শুভ জন্মদিন(১৭ জুন, ২০২২ইং)।
পৃথিবী আলো করে ৩ বছর আগে মা-বাবার কোলজুড়ে জন্ম নিয়েছিল কথা। কথা’র জন্মদিন উপলক্ষ্যে ১৮ জুন বুধবার রাত ১০ টায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল সময়ের সাহসী কলম সৈনিক ও কলামিস্ট সুমন চক্রবর্তীর কন্যা কথা চক্রবর্তীর শুভ জন্মদিন। মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে তার শুভ জন্মদিন পালন করা হয়।
কথা’র শুভ জন্মদিনে উপস্থিত থেকে তার দীর্ঘায়ৃু কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দৈনিক দিনকাল পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মোঃ সাজ্জাদ আলম খান সজল।
তিনি বলেন, পিতার আদর্শে উজ্জীবীত হয়ে সাফল্যে ভরে উঠুক কথা’র জীবন। এসময়ে কথা’র সাথে ছিলেন তার মা সাথী চক্রবর্তী, তার বাবা সাংবাদিক সুমন চক্রবর্তী সহ আরও অনেকে। শুভ জন্মদিনে উপস্থিতি ও শুভাকাঙ্ক্ষী মহল কথা চক্রবর্তীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ুসহ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।