নিজস্ব প্রতিনিধিঃঐতিহাসিক ২৮ অক্টোবর ২০০৬ সালের সেই রক্তাক্ত পল্টন ট্র্যাজেডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় বলে মন্তব্য করেছেন যশোর মনিরামপুর ৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রাথী এডভোকেট গাজী এনমুল হক।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে ৩টায় কুয়াদা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৮শে অক্টোবরের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশ পরবর্তীতে একই মঞ্চে ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি দিবসের সেই আলোকচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা রহমত আলী আমির ভোজগাতী ইউনিয়ন এবং সঞ্চালনা করেন মাও:আবুবাক্কার সাংগঠনিক সেক্রেটারি ভোজগাতী ইউনিয়ন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- উপজেলা আমির অধ্যাপক ফজলুলহক, সহ:সেক্রেটারি এইচ এম শামিম,মাও:মিজানুর রহমান উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এড.গাজী এনামুল হক বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর গণতন্ত্র, ন্যায়বিচার ও সত্যের জন্য যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’ এবং তিনি সকল খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানিয়ে বলেন, অতি দ্রুত খুনিদের গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।

