
ঝিকরগাছা প্রতিনিধিঃ গেটের তালা ভেংগে ঘরে ঢুকে কৌশলে চাবি নিয়ে টেবিলের ড্র,আলমারির তালা খুলে ২,৫০,০০০(দুই লক্ষ্য টাকা পঞ্চাশ হাজার) টাকা ও একটি লুঙ্গী চুরি করে নিয়ে গেছে চোর। সিসিডিবির ফুটেজে ও চোরের কৌশলে সন্দেহভাজন হওয়ায় এ ব্যাপারে ঝিকরগাছা থানা বরাবর একটি শুধুমাত্র অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী উপজেলার বাকড়া মালিপাড়ার মৃত রইচ উদ্দীনের ছেলে মোঃ নুর ইসলাম(৫৫) নামের এক ব্যাক্তি।
চোর সনাক্ত ও আইনের সহায়তা পেতে ঝিকরগাছা থানায় দায়েরকৃত লিখিত অভিযোগের তথ্যমতে,গেলো মাসের ২৮ তারিখে আনুমানিক দিবাগত রাত ১ঃ৩০ মিঃ হতে রাত ২ঃ৩০ মিঃ এর দিকে যশোরের ঝিকরগাছা থানার বাকড়া ইউনিয়নের বাকড়া মালিপাড়া গ্রামের মোঃ নুর ইসলাম(৫৫) এর বাড়িতে অচেনা যুবকদের দ্বারা এ দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে যা সিসিটিভি ক্যামেরায় রেকর্ডকৃত আছে।
অভিযোগের কপিতে লেখা আছে,চোর গেটের তালা ভেংগে ভিতরে প্রবেশ করে ভুক্তভোগীর ছেলে ইয়াসিন(২২) এর ঘরে থাকা চাবির তোড়া নিয়ে কৌশলে আলমারিতে গচ্ছিত রাখা ২,৫০,০০০/- টাকা চুরি করে পালিয়ে যায় চোর।
অভিযোগ পেয়েছি। তবে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।