
নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাজ্যের লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ রাজকীয় বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
এদিকে খালেদা জিয়ার আগমনকে শুভেচ্ছা জানিয়ে এমএম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু’র নেতৃত্ব আনন্দ মিছিল বের হয়। মঙ্গলবার সকালে শহীদ আসাদ গেটে থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেতনার চিরঞ্জীব ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের ‘খালেদার জিয়ার অপর নাম, আপোষহীন সংগ্রামসহ নানান স্লোগান দিতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু, টিটোন তরফদার, ছাত্রনেতা রানা ইসলাম, কানোয়ার হোসেন, শিহাব হোসেন,মেহেদী হাসানসহ শতাধিক নেতাকর্মী।