মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী গরিব ও অসহায় ভাই-বোনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার দুপুরে উপজেলার হরিদাসকাঠী ইউনিয়নে এ উপহার প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক ফজলুল হক,, সহকারী সেক্রেটারি এইচ এম শামীম, কর্মপরিষদ সদস্য মাওলানা বোরহান উদ্দিন, হরিদাসকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা রেজাউল করিমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন,
“জামায়াতে ইসলামী সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি, সুখ-দুঃখের সময় একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের মানবিক দায়িত্ব। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির উৎসব। আমরা চাই, এই আনন্দঘন উৎসবে যেন কেউ বঞ্চিত না হয়।”
তিনি আরও বলেন, “মানুষ মানুষের জন্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। এ ধারাবাহিকতায় আমরা প্রতিবছরই দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের হাতে উপহার তুলে দেই, ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে দুর্গোৎসব উদযাপনের শুভকামনা জানান এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
উপহার গ্রহণ করতে আসা সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর পক্ষ থেকে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, মনিরামপুর উপজেলায় প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে দুর্গোৎসব পালিত হয়। এসময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ায়।
সম্পাদক ও প্রকাশক কতৃক প্রকাশিত
ইমেইল: dailybondhonnews@gmail.com
মোবাইল : 01778268901
Copyright © 2025 দৈনিক বন্ধন. All rights reserved.